ফাওজুল কবির বলেন, "বাংলাদেশে বিদ্যুৎ রফতানিকারী ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ আমাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দেয়, যা এক ধরনের চাপ সৃষ্টি করে। প্রতিদিন আমি এই চাপের মধ্যে দিন শুরু করি।"
জ্বালানি খাতে অপচয় ও দুর্নীতি রোধের জন্য ফাওজুল কবির একটি জ্বালানি ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ দেন, যা লুটপাটকারীদের বিচারের আওতায় আনবে। তিনি আরও বলেন, "গত ১৫ বছরে এই খাতে অপচয় বেড়েছে এবং এর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা উচিত।"
তিনি সরকারের উপর বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে চাপের কথা জানিয়ে বলেন, "৭২ টাকায় গ্যাস কিনে ৩০ টাকায় তা দেওয়ার পরিমাণ কতদিন চলতে পারে? সরকার দীর্ঘদিন দাম না বাড়িয়ে থাকতে পারবে না।"
এ ছাড়া, জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলমও একই সেমিনারে বক্তব্য দেন। তিনি বলেন, "সরকারের জন্য একটি বড় সুযোগ এসেছে, তা হলো বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর আগে খাতে অপচয় ও দুর্নীতি বন্ধের উদ্যোগ নেয়া।"
এসময় তিনি জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার পরবর্তী প্রভাব নিয়ে সরকারের অগ্রাধিকার সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরেন।